অভিভাবকের সম্মতি ছাড়াই নাম বদলাতে পারবে সৌদি নারীরা

0

ডেস্ক রিপোর্ট:   সৌদি আরবের নারীরা এখন থেকে অভিভাবকের সম্মতি ছাড়া নিজেদের নাম বদলাতে পারবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিভিল স্ট্যাটাস এজেন্সি এ কথা নিশ্চিত করেছে।তারা বলছে, আবেদনের ধরন অনুযায়ী অনলাইনে অ্যাপয়ন্টমেন্ট নেয়ার পর সিভিল স্ট্যাটাস অফিসে সরাসরি গিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংস্থাটি বলছে, তাদের অফিসে গিয়ে কোনও ব্যক্তি তার পরিবারের নাম, সন্তানের নাম এবং বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে পারবে।সম্প্রতি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিভিল স্ট্যাটাস আইনে নির্বাহী বিধিনিষেধে কিছু পরিবর্তন এনেছে। আগে ১৫ বছরের কোনও নারী বা পুরুষ তাদের নামের প্রথম অংশ পরিবর্তন করতে পারতেন, তবে সেই বয়স বাড়িয়ে এখন ১৮ করা হয়েছে।এর ফলে ১৮ বছরের বেশি বয়সী একজন নারী বা পুরুষ নিজেই নিজের নাম পরিবর্তন করতে পারবে। তবে বয়স ১৮ বছরের কম হলে ওই নারী বা পুরুষের বাবা-মা তাদের সন্তানের নামের প্রথম অংশ পরিবর্তনের অনুমোদন দিতে পারবে।সিভিল স্ট্যাটাস কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো ছাড়া অন্যান্য কোনও সেবার জন্য নিজ অঞ্চলের জেনারেল ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Share.