অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে চীন: রাষ্ট্রদূত

0

ঢাকা অফিস: অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে ঢাকা-বেইজিং কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চীন কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রদূত এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। এদিন মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুজনই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলার প্রত্যয় ব্যক্ত করেন। হাইকমিশনার সারাহ কুক জানান, শান্তি শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্তরাজ্য কাজ করবে। আন্দোলনের সাথে থাকা ছাত্রদের সাহসিকতার প্রশংসা করেন কুক। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।

Share.