সোমবার, ডিসেম্বর ২৩

অভয়নগরে বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে গণধর্ষণ

0

ঢাকা অফিস: যশোর অফিস ॥ যশোরের অভয়নগরে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় উপজেলার উত্তর দেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অভয়নগর উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ছাত্রীর মা জানান, ‘শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে আমি পাশের বাড়িতে কাজে গিয়েছিলাম। আমার স্বামীও বাড়িতে ছিল না। বাড়িতে শুধু আমার মেয়েই ছিল। আমি বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে বাড়িতে এসে দেখি আমার মেয়ে বাড়ির উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এ অবস্থা দেখে আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার জ্ঞান ফিরলে ওই ছাত্রী জানায়, সে বারান্দায় বসেছিল। এসময় একই এলাকার হাফিজ খানের ছেলে রিয়াজ খান (২০) ও তার সাথে আরো দু’জন মোটরসাইকেলে এসে বাবা-মা কোথায় জানতে চায়। বাবা-মা বাড়িতে নেই, বলা মাত্রই জোর পূর্বক ঘরের মধ্যে নিয়ে দুই হাত ধরে রেখে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাফরিয়া রহমান হিয়া জানান, ‘সে (ধর্ষিতা) আমাকে জানিয়েছেন তাকে ধর্ষণ করা হয়েছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে। আলামত নষ্ট হতে পারে তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ অভয়নগর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, ‘আমি খবর পেয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার অবস্থা দেখেছি। চিকিৎসকদের পরামর্শ মত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িতদের দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ওই তিন জনের নামে থানায় মামলা হয়েছে।’

Share.