ঢাকা অফিস: অমর একুশ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া সর্ব সাধারণের জন্য রুট প্রকাশ করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রুট প্রকাশ করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপি প্রকাশিত রুটে বলা হয়, পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থান। শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং এ ডাইভারশন থাকবে। এদিকে ‘ভিন্ন প্রেক্ষাপটের’ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, সুযোগসন্ধানীরা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
অমর একুশ: কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে যেসব রাস্তা ব্যবহার করা যাবে
0
Share.