বুধবার, জানুয়ারী ২২

অযথা সময় নষ্ট না করে নির্বাচনের ব্যবস্থা করুন: গয়েশ্বর চন্দ্র রায়

0

ঢাকা অফিস: অযথা সময় নষ্ট না করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রচার দলের আয়োজনে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার দেশের কল্যাণে অগ্রাধিকার মূলক কোনো কাজ করছে না। এই সরকারের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই উল্লেখ করে আলাল বলেন, ঘুম থেকে উঠে অনেকেই উপদেষ্টা হয়ে গেছে। আলোচনা সভায় দুর্যোগ প্রশমনে বিভিন্ন সময়ে বিএনপির ভূমিকা উল্লেখ বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্যোগে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থাকে।

Share.