অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ : মির্জা ফখরুল

0

ঢাকা অফিস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোটা দেশ এখন ডেঙ্গু জ্বরে কাঁপছে। এ বছর ডেঙ্গু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ডেঙ্গুতে প্রতিদিন গড়ে ২০ জন করে মারা যাচ্ছেন। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করলেও দুই সিটি করপোরেশন নির্বিকার। অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। মশাবাহিত এই জ্বর প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটির মেয়রের পদত্যাগ করা উচিত।  তিনি বলেন, নিম্নমানের কীট ও সরকারের উদাসীনতার জন্য ডেঙ্গুতে আক্রান্ত বেড়েছে। এখন হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না। চিকিৎসার ব্যয় মেটাতে নিঃস্ব হচ্ছে মানুষ। লাশের সারি প্রতিদিনই দীর্ঘায়িত হচ্ছে। শিশুরা মারাত্মকভাবে ঝুঁকিতে, মৃতের একটা বড় অংশ শিশু। কিন্তু ব্যর্থ এই সরকারের বিবেক নাড়া দেয় না। তাদের এসব নিয়ে কোনো চিন্তা নেই। শুধুমাত্র সরকারের দুর্নীতি ও অবহেলার কারণে এই রোগ এখন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। মির্জা ফখরুল আরও বলেন, শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বাৎসরিক বাজেট প্রায় দুই হাজার কোটি টাকা। এ টাকা ক্ষমতাসীন দলের লোকজনই আত্মসাৎ করছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র পরিবারের প্রমোদ ভ্রমণেই প্রমাণ হয় এই রোগ নিয়ে শাসকগোষ্ঠীর অবহেলা ও উদাসীনতা রয়েছে। অনির্বাচিত গণবিরোধী সরকার বলেই জনস্বাস্থ্যের প্রতি তাদের ভ্রুক্ষেপ নেই। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ নেছারুল হক প্রমুখ।

Share.