অযোধ্যায় রামমন্দিরের বদলে পাওয়া জমিতে মসজিদের নকশা প্রকাশ

0

ডেস্ক রিপোর্ট: ভারতের অযোধ্যায় রামমন্দিরের জায়গার পরিবর্তে দেওয়া পাঁচ একর জমিতে নতুন মসজিদ ও সংলগ্ন হাসপাতালের নকশা (ব্লু-প্রিন্ট) প্রকাশ করেছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)। জানা যায়, লখনৌ-গোরক্ষপুর মহাসড়কের কাছে ধানিপুরে নতুন এই মসজিদ তৈরির দায়িত্বে থাকা দেশটির সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন শনিবার মসজিদ চত্বরের এই নকশা প্রকাশ করে। নকশায় দেখা যায়, ঐতিহ্য মেনে মসজিদের মাথায় বিশালাকার গম্বুজ থাকলেও তা আদ্যোপান্ত পাশ্চাত্য স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে। মসজিদের মূল ভবনটিও আধুনিক স্থাপত্যেরই নিদর্শন। মসজিদ চত্বরে থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও।ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সদস্যরা জানিয়েছেন, আগামী বছরের ২৬ জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।ফাউন্ডেশনের সেক্রেটারি আখতার হুসেইন বলেন, প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আইআইসিএফ ২০২১ সালের ২৬ জানুয়ারি দিনটি ধার্য করেছে। কারণ সাত দশক আগে এদিন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল।

Share.