অরুণাচল সীমান্তে চীনের আরও ৩ গ্রামের সন্ধান

0

ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে ঝামেলা লেগেই আছে চীনের। মূলত দুই দেশের মধ্যে পূর্ব লাদাখে সংঘাতের আবহ না কাটতেই চীনের সঙ্গে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে ভারতের। বিষয়টি নিয়ে এনডিটিভিসহ একাধিক গণমাধ্যমে বলা হয়েছে।     খবরে বলা হয়, অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত তিনটি গ্রাম নির্মাণ করেছে চীন। ভারত, চীন, ভুটান- তিন দেশের সীমান্তে অবস্থিত বুম লা গিরিপথের জংশনে সীমান্তের মাত্র ৫ কিলোমিটার দূরে নিজেদের ভূখণ্ডে, গত এক বছরে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চীন। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে ডোকালাম থেকে মাত্র ৭ কিলোমিটারের মধ্যে এ গ্রামগুলোর স্যাটেলাইট চিত্র পাওয়া গেছে। সেখানে দেখা যায় এ বছরের ১৭ ফেব্রুয়ারি একটি মাত্র গ্রাম ছিল। তখন ২০টি কাঠামো ছিল। এরপর ২৮ নভেম্বরের আরেকটিভহবিতে দেখা যায় আরও নতুন ৩টি এনক্লেভ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই গ্রামগুলো ১৭ ফেব্রুয়ারি থেকে ২৮ নভেম্বরের মধ্যে নির্মাণ হয়েছে। প্রায় ৫০টি কাঠামো বা বাড়ি রয়েছে যা এনক্লেভে কাঠের নির্মিত। এছাড়া ১ কিলোমিটারের দূরত্বে তৈরি নতুন এই ৩টি গ্রামের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলোও পাকা, পিচের তৈরি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই গ্রামগুলোতে অন্য এলাকা থেকে বাসিন্দাদের নিয়ে আসা হয়েছে।

Share.