‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব পেলেন ক্লার্ক

0

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক পেলেন অর্ডার অব অস্ট্রেলিয়া (এও) খেতাব। ব্রিটিশ রানির জন্মদিন উপলক্ষে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখা অস্ট্রেলীয়দের এই বিশেষ সম্মাননা দেয়া হয়। হঠাৎ করেই ক্লার্ককে এই বিশেষ সম্মাননা কেন দেয়া হলো, সে ব্যাখ্যা দিয়েছে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেলের অফিস। অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেলের অফিসিয়াল পেজে লেখা হয়েছে, একজন খেলোয়াড় হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং সমাজে অধিনায়কত্বের মাধ্যমে অসাধারণ অবদান রাখায় অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা গেল।সম্মাননা পাওয়ার পর সোমবার সকালে ইনস্টাগ্রামে এক প্রতিক্রিয়ায় ক্লার্ক লিখেছেন, আমি অভিভূত, বিস্মিত এবং এতটাই গর্বিত যে, এ খুশির অনুভূতি প্রকাশে ভাষাহীন হয়ে পড়েছি। আমি শুধু এটুকু বলতে চাই– এমন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে আমি নিজেকে আমার দেশের কিংবদন্তি খেলোয়াড়দের মাঝে আবিষ্কার করছি। ক্রিকেট আমাকে এত সম্মান এনে দিয়েছে যা আমার কল্পনায় ছিল না। আর এ কারণেই ক্রিকেটকে আমি হৃদয়ে লালন করি। আর আমার পরিবার, ভক্ত-অনুরাগী, সতীর্থদের সমর্থনেই আজ আমি এতদূর আসতে পেরেছি।

উল্লেখ্য, অর্ডার অব অস্ট্রেলিয়া খেতাবটি শুধু ক্লার্কই পাননি। তার আগে রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, মার্ক টেলরসহ অস্ট্রেলিয়ার আরও অনেক সাবেক অধিনায়ককে এই সম্মাননা দেয়া হয়েছে।এবার পূর্বসূরি অধিনায়কদের পাশে যুক্ত হলো ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়া ক্লার্কের নাম।

Share.