ডেস্ক রিপোর্ট: প্রতিবেশি দেশগুলো যখন দফায় দফায় লকডাউনের সময়সীমা বাড়িয়ে যাচ্ছে সেখানে উলটো পথে হাটছে পাকিস্তান। দেশটির সরকার এর শিল্পখাতের ওপর থেকে বাধা নিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশটি দীর্ঘদিন ধরেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে আছে। তাই তুলনামূলকভাবে সবথেকে বেশি কোভিড-১৯ রোগি থাকা সত্বেও দীর্ঘকাল লকডাউনের বিরুদ্ধে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। শেষ পর্যন্ত নানা বাধানিষেধ আরোপ করলেও অর্থনৈতিক দিক বিবেচনা করে ঝুকি নিয়েই শিল্প কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার এ ঘোষণা দেন। আল-জাজিরা জানিয়েছে, এ ঘোষণার ফলে কাজ শুরু করতে যাচ্ছে দেশটির কয়েক ডজন সেক্টর। উল্লেখ্য, এখন পর্যন্ত পাকিস্তানে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬,২৩০ জন। দেশটিতে এই মহামারিতে প্রাণ হারিয়েছেন ১১৭ জন
অর্থনৈতিক চাপে ঝুঁকি নিয়েই শিল্প চালুর ঘোষণা পাকিস্তানের
0
Share.