মঙ্গলবার, মার্চ ২৫

অর্থ উপদেষ্টা বলেছেন, স্বাস্থ্য, শিক্ষা ও আইসিটি খাতে বাজেট বরাদ্দ অগ্রাধিকার পাবে

0

ঢাকা অফিস:এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা এবং আইসিটি খাতে বাজেট বরাদ্দ অগ্রাধিকারের তালিকায় থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলেও স্বাস্থ্য ও শিক্ষা খাত সবসময় বাজেট বরাদ্দে পিছিয়ে থাকে।আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইএরআফ) সঙ্গে বাজেট আলোচনায় এসব কথা জানান উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, মানুষের আয় বাড়ানোর ওপর জোর থাকবে এই বাজেটে, তাই বাড়বে ব্যবসা-বাণিজ্যের প্রসার। বিদেশি বিনিয়োগ বাড়াতে বাজেটে থাকবে কিছু পরিকল্পনা। কর্মসংস্থান বাড়াতে না পারলে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে না এমনটা জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, এবারের বাজেটের আকার ছোট হলেও হবে বাস্তবমুখী।

Share.