অর্ধেকে নামলো জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের ভাড়া

0

ঢাকা অফিস:সারাদেশের জেলা শিল্পকলা একাডেমিগুলোর মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে। ফলে মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে অর্ধেকের কমে নেমে আসবে ভাড়া। শিল্পকলা একাডেমি এ তথ্য জানিয়েছে। নতুন নির্ধারিত ভাড়া অনুসারে এখন থেকে জেলা পর্যায়ে মিলনায়তন ভাড়া দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত এক শিফট (৮ ঘণ্টা) হিসেবে স্প্লিট এসি সমৃদ্ধ ৫০০-৩০০ প্লাস আসনবিশিষ্ট মিলনায়তন ভাড়া হবে তিন হাজার টাকা; যা পূর্বে ছিল প্রথম তিন ঘণ্টার জন্য ৬ হাজার টাকা। এছাড়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেন্ট্রাল এসি সমৃদ্ধ ৫০০-৩০০ এর কম আসনবিশিষ্ট মিলনায়তন ভাড়া ১ শিফটে ৪ হাজার টাকা করা হয়েছে; যা পূর্বে প্রথম তিন ঘণ্টার জন্য ছিল ৭ হাজার টাকা। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে এলইডি লাইট ব্যবহারের ক্ষেত্রে ৪ হাজার টাকা ১ শিফটের জন্য নির্ধারিত হয়েছে, যা পূর্বে প্রতি ৩ ঘণ্টার জন্য ছিল ৫ হাজার টাকা। এ বিষয়ে একাডেমির মহাপরিচালক ও নাট্যনির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘বিভিন্ন সময় জেলা পর্যায়ে সাংস্কৃতিক সংগঠন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় জানা গেছে, স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য ভাড়া কমানো জরুরি। সেই পরিপ্রেক্ষিত থেকেই জেলা পর্যায়ে মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে। আমরা মনে করেছি, আমাদের লাভ করা বা আয়বৃদ্ধি করা জরুরি নয়। আমি মনে করি, ১০০ ভাগ ব্যয় করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা নিউ লিবারেল ব্যবস্থার দিকে অগ্রসর হতে চাই না। আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব জনগণের কল্যাণ করা, রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে জনগণের কল্যাণ করা আমাদের কর্তব্য। ভাড়া কমিয়ে সংগঠনগুলো লাভবান হলে তা আমাদের জন্যও স্বস্তিদায়ক হবে, প্রতিষ্ঠান হিসেবে আয়বৃদ্ধি করা আমাদের লক্ষ্য নয়।’ মহাপরিচালক বলেন, ‘গত পরিষদ সভায় বিষয়টি আলোচনা করে ভাড়া কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আরও ভাড়া কমাতে চাই, কিন্তু মিলনায়তনগুলোর নিজস্ব কিছু খরচ আছে, লাইট, সাউন্ড, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা এসব চিন্তা করে আমরা জেলাগুলোর জন্য ন্যূনতম মিলনায়তন ভাড়া রেখেছি।’

Share.