বুধবার, জানুয়ারী ২২

অসহায় ২২‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

ঢাকা অফিস:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২২‘শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন কেন্দ্রিয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক শাহীন মালুম। কেন্দ্রীয় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের নির্দশনায় এবং রূপগঞ্জের এমপি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী(বীর প্রতিক) এর আহবানে সাড়া দিয়ে রবিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় তিনি এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় স্থানীয় শিমুলিয়া,কাজীরবাগ,রঘুরামপুর, কুলাদী ও লক্ষা শিমুলিয়া এলাকায় মানুষগণ সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, আজিজুল মালুম, দুলাল মালুম, বাবুল মালুম প্রমুখ।

Share.