স্পোর্টস ডেস্ক: এক সময় যিনি ফুটবল বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন, সেই কিংবদন্তি ফুটবলার এখন বিছানায় শুয়েবসে দিন কাটছে। তার ছেলে এডিনহো গণমাধ্যমকে জানিয়েছে, অসুস্থ ফুটবল সম্রাট পেলে। অসুস্থতার জেরে একেবারেই হাঁটাচলা করতে পারেন না তিনি। বাড়ির বাইরেও সেভাবে যান না। তাই অবসাদ গ্রাস করেছে তাকে। ফলে সব সময় হতাশায় ডুবে থাকেন তিনি। গতবছর এপ্রিলে প্যারিসে একটি অনুষ্ঠানে শেষবার দেখা গিয়েছিল পেলেকে। কিন্তু শরীর খারাপ হওয়ায় অনুষ্ঠান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাকে। হিপ অপারেশনের পর ওয়াকারই এখন ভরসা পেলের।

Brazilian soccer star Pele displays the FIFA World Cup during its presentation in Rio de Janeiro in February 2010. Pele's World Cup winner's medals from 1958, 1962 and 1970 are up for auction
অসুস্থ ফুটবল সম্রাট পেলে
0
Share.