ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ায় আবারও ফেসবুক নিউজ কন্টেন্ট দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ জানিয়েছেন আয় ভাগাভাগির যে আইন নিয়ে ফেসবুকের সঙ্গে বিরোধ তাতে সংশোধনী আনা হবে।বিবিসির খবরে বলা হয়, সংবাদ প্রকাশকদের সঙ্গে আয় ভাগাভাগির আইন নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার ফেসবুক নিউজ কন্টেন্ট দেখার সুযোগ বন্ধ করে দেয়।অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা চাইছেন সংবাদমাধ্যমের খবর প্রকাশ করলে ফেসবুক ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে।মঙ্গলবার অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে সংবাদ প্রতিষ্ঠান ও টেক জায়ান্টদের মধ্যে ন্যায্য দর কষাকষি নিশ্চিত করার লক্ষ্যেই আইনটি প্রণয়ন করা হয়। অস্ট্রেলিয়ার আইনটি বিশ্বজুড়ে একটি টেস্ট কেস বলে বিবেচনা করা হচ্ছে। তবে এর জোরালো বিরোধিতা করছে ফেসবুক ও গুগল।মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় আশ্বস্ত হতে পেরেছেন তারা। ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্যাম্পবেল ব্রাউন জানিয়েছেন, কোন নিউজ প্রকাশের মূল্য পরিশোধ করা হবে তা বেছে নেওয়ার সুযোগ পাবে তারা।
অস্ট্রেলিয়ায় ফেসবুকে নিউজ কন্টেন্ট দেখার বাধা দূর হচ্ছে
0
Share.