অস্ত্রবিরতি গায়ে লাগাচ্ছে না ইসরায়েল, গাজায় ড্রোনের শব্দ

0

ডেস্ক রিপোর্ট: গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের অস্ত্রবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা পেরোনোর পরও গাজায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। শনিবার (২২ মে) সেখানকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, ইসরায়েলি ড্রোন এখনো টহল দিচ্ছে। গাজার সবখানে তার বিকট আওয়াজ শোনা যাচ্ছে। এর আগে শুক্রবার (২১ মে) জেরুজালেমে আল আকসা মসজিদে ঢোকার চেষ্টা করলে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।ফিলিস্তিনিরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অস্ত্রের সামনে টিকতে পারেনি।জেরুজালেমের পাশাপাশি ইসরায়েলবিরোধী বিক্ষোভ হয়েছে পশ্চিম তীরসহ বেশ কয়েকটি জায়গায়। ইসরায়েলি সেনাদের দমনপীড়নের বিরুদ্ধে রাস্তায় নামেন শত শত ফিলিস্তিনি। জাতীয় পতাকা হাতে নিয়ে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। এ সময় বিক্ষোভকারীদের হটাতে গুলি চালানো হয়। একপর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে ফিলিস্তিনিরা।টানা ১১ দিনের সংঘর্ষ শেষে গাজায় যুদ্ধবিরতির জয়-পরাজয়ের হিসাব কষতে শুরু করেছে হামাস ও ইসরায়েল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে দাবি করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তবে যুদ্ধবিরতির কোনো নিশ্চয়তাই পাচ্ছে না ফিলিস্তিনিরা। সব সময় শঙ্কার মধ্যে দিন কাটছে তাদের।

Share.