বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

অস্ত্র ছেড়ে নিরাপত্তা ছেড়ে আসুন দেখুন মানুষ কী বলে: ফখরুল

0

ঢাকা অফিস: দেশের মানুষ ভোট দিতে পারেনি দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে ১০০ জনকে জিজ্ঞেস করে দেখুন তাদের ৯০ জনই বলবে ভোট দিতে পারেনি। জনগণের ম্যান্ডেটহীন অবৈধ সরকার জোর করে টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ফখরুল বলেন, অনেক লম্বা লম্বা কথা শুনতে পাই। অনেকেই মিডিয়ার বড় বড় কথা বলছেন। এসব কথা বলার নৈতিক অধিকার তাদের নেই। ‌‘আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আসুন দেখুন মানুষ আপনাদের ভালোবাসে কিনা। অস্ত্র ছেড়ে নিরাপত্তা ছেড়ে আসুন দেখুন মানুষ কী বলে।’ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, গুম-খুনের এই বাংলাদেশ আমরা চাইনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি তাবেদারি করার জন্য নয়। গণতন্ত্রহীনতা দেখার জন্য নয়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে তাবিথ আউয়াল এবং দক্ষিণ সিটি করপোরেশনে প্রকৌশলী ইশরাক হোসেনের জন্য রাস্তায় নেমে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share.