অস্থির বাজার অস্থিরই আছে, দাম বেড়েছে মাছের

0

ঢাকা অফিস: ১৫ দিন পরই আসছে রমজান মাস। এ পবিত্র মাসকে ঘিরে সব সময়ই দেশের বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। বেশকিছু দিন ধরেই উচ্চদামে বিক্রি হয়ে আসছে প্রায় সব ধরনের নিত্যপণ্য। তবে লাগামহীনতার বাজারে গত সপ্তাহের তুলনায় মোটামুটি সবকিছুর দাম অপরিবর্তিত থাকলেও এ সপ্তাহে দাম বেড়েছে মাছের। এতে ক্রেতাদের মধ্যে অসন্তুষ্টি লক্ষ করা গেছে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, কারওয়ান বাজার, আদাবর, বাড্ডা, রামপুরাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত আছে সবজির দাম। আজ বাজারে আলু ২০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ১০০ টাকা, কাচামরিচ ৮০ টাকা, করলা ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, লেবু ৪০ টাকা হালি, ফুলকপি ৪০ টাকা, টমেটো ৫০ টাকা ও মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মসলার বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ ৫০ টাকা, রসুন ১৫০ টাকা, আদা ১৩০ থেকে ১৪০ টাকা, শুকনা মরিচ ৩৫০ টাকা ও জিরা ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ গত সপ্তাহের তুলনায় ৫ টাকা কমেছে কেজিপ্রতি। মাংসের বাজারে গরু মাংসের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত আছে। গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি, খাসির মাংস ৯০০ টাকা কেজি, ব্রয়লার মুরগি ১৫০ টাকা কেজি, সোনালি মুরগি ৩২০ টাকা কেজি ও লেয়ার মুরগি ২৫০ থেকে ২৫৫ টাকা কেজি। এছাড়া মসুর ডাল দেশি ১১০ টাকা কেজি, ভারতীয় ১৩০ টাকা। বোতলজাত সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে যা ছিল ১৭৫ টাকা লিটার তা এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬৮ টাকা লিটার। সরিষা তেল ২৯০ টাকা লিটার। খোলা চিনি ৮০ টাকা ও প্যাকেটজাত চিনি ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট চালের দাম অপরিবর্তিত আছে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা কেজি, আটাশ চাল ৫২ টাকা কেজি, নাজিরশাইল মিলছে ৬০ থেকে ৭০ টাকায়, পাইজাম ৫০ টাকা কেজি, প্যাকেটজাত পোলাও চাল ১৩০ টাকা, খোলা পোলাও চাল ১০০ টাকা ও আতপ চাল পাওয়া যাচ্ছে ৪৫ টাকা কেজি। মাছের বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় সব মাছের দামই বেড়েছে। বাজারে ইলিশ মাছ বড়, মাঝারি ও ছোট সাইজের দাম কেজিপ্রতি ১ হাজার থেকে ১৪০০ টাকা, রুই মাছ বড়, ছোট ও মাঝারি যথাক্রমে ৩৫০, ২৬০ ও ২৪০ টাকা, শিং মাছের কেজি ৬০০ টাকা, সরপুঁটি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, কৈ মাছ ২৪০ টাকা। এদিকে গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত আছে ডিমের দাম। বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯৫ টাকা। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২১০ টাকা। সোনালি (কক) মুরগির ডিমের ডজন ১৮০ টাকা।

Share.