বিনোদন ডেস্ক: ফ্রাঞ্চাইজি মুভি ‘ডাই হার্ড’-এর তারকা ব্রুস উইলিস অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।বুধবার তার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। রয়টার্স জানায়, ৬৭ বছর বয়সী এই অভিনেতা আশির দশকে কমেডি-ড্রামা ধারাবাহিক ‘মুনলাইটনিং’ এ অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর হলিউডের সিনেমা জগতে কঠোর চরিত্রের জন্য খ্যাতি অর্জন করেন। ‘ডাই হার্ড’ সিনেমায় ম্যাককেইন নামে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে তাকে দেখা যায়, যা তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় চরিত্র। চার দশকের অভিনয় জীবনে প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন উইলিস। এ পর্যন্ত একটি গোল্ডেন গ্লোব এবং দুটি এমি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। পরিবারের বিবৃতিতে বলা হয়, “আমাদের পরিবারের জন্য এটা একটি কঠিন সময়। আপনাদের অব্যাহত ভালোবাসা, সহানুভূতি ও সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ।পরিবার হিসেবে আমরা একসাথে এই সংকটের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা তাকে তার ভক্তদের কাছে পৌঁছে দিতে চাই, কারণ আমরা জানি, আপনাদের কাছে তিনি কতোখানি প্রিয়। সাধারণত, অ্যাফাসিয়ায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে যোগাযোগ করতে সমস্যা হয়, যার মধ্যে শব্দ উচ্চারণ এবং কথা বলতে অসুবিধাও রয়েছে। কখনও লেখার ক্ষেত্রেও অক্ষমতা তৈরি হয়। মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী, মস্তিষ্কে টিউমার বা স্ট্রোক অথবা মস্কিষ্কে আঘাতসহ বিভিন্ন কারণে একজন অ্যাফিসিয়ায় আক্রান্ত হতে পারেন।