শুক্রবার, ডিসেম্বর ২৭

অ্যাম্বুলেন্সের গ্যারেজ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে সামনে অ্যাম্বুলেন্সের গ্যারেজ থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল মোমেন জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের গ্যারেজের ভিতর থেকে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই বৃদ্ধা নারী ওই গ্যারেজে থাকতো ও ঘুমাত অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার জন্য আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

Share.