বুধবার, জানুয়ারী ২২

অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

0

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- অ্যাম্বুলেন্সচালক মো. মামুন, চালকের সহকারী মিলন ও শিমুল। তিনজনেরই দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। অ্যাম্বুলেন্সচালক মো. মামুন জানান, রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকার শ্বাসকষ্টের এক রোগীর জন্য অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন তিনজন। বাড়িতে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে সিলিন্ডারটি নামানোর সময় সেটি বিস্ফোরিত হয়। এত তিনিসহ আরও দুজন দগ্ধ হন। বিষয়টি নিশ্চিত করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, দগ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Share.