মঙ্গলবার, ডিসেম্বর ২৪

আইনজীবী সমিতিতে সভাপতি-সম্পাদক বিএনপির

0

ঢাকা অফিস: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারটি পদে বিএনপি সমমনা প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ সমমনা প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি ১১টি পদে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, গতকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ জহিরুল ইসলাম। সমিতির ২৯২ ভোটারদের মধ্যে ২৮৭ জন ভোটার ভোট দেন। সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এমরান হোসেন। বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে মো. মাইনুল আহছান, জুনিয়র সহসভাপতি পদে তৌহিদুল ইসলাম তরুণ, যুগ্ম সম্পাদক পদে বদরুল আলম চৌধুরী, সম্পাদক ফরমস্ পদে রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরি পদে দিরান মেহেবুবা ইনজেনা ইয়ারিন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে ইমাম হোসেন টিটু, জেনারেল অডিটর পদে মোহাম্মদ নূরুল আমিন খান, রার্নিং অডিটর পদে কামাল হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে সাইফুল ইসলাম শাহিন, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে আ. কাদের খান, রেজিস্ট্রারিং অথরিটি সদস্য পদে আজিজুল হক হিমেল ও শিহাবুল আলম শিবলী, ফারজানা আক্তার। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ জহিরুল ইসলাম ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

Share.