বুধবার, জানুয়ারী ২২

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন করা হবে: ডিএমপি

0

ঢাকা অফিস: আদালতের আদেশ না মেনে কোটাবিরোধী আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হোসেনী দালান ইমামবাড়া পরিদর্শন শেষে এসব বলেন তিনি। কমিশনার বলেন, ১৭ জুলাই তাজিয়া মিছিলসহ যত ধরণের আয়োজন আছে, সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। নেয়া হয়েছে সকল প্রকার নিরাপত্তা। ডিএমপি কমিশনার আরও বলেন, মিছিল ঘিরে উচ্চভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে, ডানে বামে প্রশাসন থাকবে। সাইবার চেকিংসহ সকল নিরাপত্তা ইতোমধ্যে নেয়া হয়েছে। নির্দেশনা দিয়ে কমিশনার বলেন, মিছিল ঘুরে জঙ্গি আক্রমণের বিষয় নিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছুরি, চাকু দাহ্যসহ কোন পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে তল্লাশি চালানোর কথা বলেন তিনি।

Share.