ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি না দেওয়ায় ফেডারেল সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বাইডেনের ট্রানজিশন টিম। নির্বাচনে জয় পরিষ্কার হওয়ার পর সরকারের স্বাধীন সংস্থা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) বিজয়ী নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করে তাঁর স্বীকৃতি দেন। ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত জিএসএ প্রধান এমিলি মারফি এখনো তা করেননি। জিএসএ প্রধান একটি চিঠিতে সই করলেই রাষ্ট্রীয় তহবিল, সরকারি দপ্তর এবং সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারবে বাইডেন শিবির। তবে মারফি বলেছেন, কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, বিষয়টি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এ কারণে তিনি বাইডেন শিবিরকে অনুমতি দিতে পারছেন না।
আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বাইডেন শিবির
0
Share.