স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই তাক লাগিয়ে দিয়েছিলেন তরুণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার নাথান এলিস। রিজার্ভ ডের ক্রিকেটার থেকে মূল দলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে বসেন তিনি। অভিষেকে হ্যাটট্রিক করে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন তরুণ এই পেসার। সেই এলিসই এবার সুযোগ পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে)।ক্রিকেট ডটকম ডটএইউ-এর প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের পরের অংশের জন্য এলিসকে দলে ভেড়াতে চেয়েছে তিনটি দল। এর মধ্যে একটির সঙ্গে তাঁর চুক্তি হয়েছে। স্কোয়াড ঘোষণা করলে জানা যাবে আনুষ্ঠানিক দলের নাম। অথচ এলিস গত জানুয়ারি নিলামে না দিয়েও দল পাননি ২৬ বছর বয়সী এ পেসার। এবার বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করার সুবাদে আইপিএলে খেলার সুযোগ যাচ্ছে তাঁর। বদলি হিসেবে আরব আমিরাতে পরের অংশে থাকবেন তিনি। শুধু আইপিএল নয়, অভিষেকের দুই ম্যাচ না যেতেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলের সঙ্গে যাওয়ারও সুযোগ হচ্ছে এলিসের। রিজার্ভ ক্রিকেটার হিসেবে অসি দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন তিনি। আরব আমিরাতে আগে আইপিএল খেলতে যাওয়ায় বিশ্বকাপের ভালো প্রস্তুতেও হবে তাঁর। বাংলাদেশের বিপক্ষে প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন এলিস। সিরিজের শেষ ম্যাচেও দারুণ বোলিং করেন এই ক্রিকেটার।
আইপিএলে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা এলিস
0
Share.