বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

আইপিএল না হলে এত বড় ক্ষতি বিসিসিআইর!

0

স্পোর্টস ডেস্ক: মানুষের জীবনের চেয়ে ক্রিকেট বড় নয়, তাই করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি সবচেয়ে বড় আসরটি কবে মাঠে গড়াবে, তা অনিশ্চিত। শেষ পর্যন্ত এ বছর আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বোর্ড বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিসিসিআইর কোষাধ্যক্ষ অরুণ ধুমল। গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু সে সময় করোনার প্রকোপ শুরু হওয়ায় ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল আসরটি। এর পর পরিস্থিতি আরো খারাপ হওয়ায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় বিসিসিআই। বড় ক্ষতির কথা ভেবে ফ্র্যাঞ্চাইজি লিগটি এখনো বাতিল ঘোষণা করেনি ভারতীয় বোর্ড। অবশ্য এরই মধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এবং সংযুক্ত আরব আমিরাত আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে।তবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে অক্টোবরে আইপিএল করার কথা ভাবছে বিসিসিআই। কিন্তু তেমন সম্ভাবনাও ক্ষীণ।শেষ পর্যন্ত আইপিএল বাতিল হলে বড় ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেন, ‘এ বছর আইপিএল না হলে বিসিসিআইর প্রায় পাঁচ হাজার কোটি রুপি ক্ষতি হবে।’

Share.