আইসিইউতে কবি নির্মলেন্দু গুণ

0

ডেস্ক রিপোর্ট: কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন কবি নির্মলেন্দু গুণ নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ। তিনি বলেন, নির্মলেন্দু গুণ দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিকিৎসার বিষয়ে সবার নজর দেয়া জরুরি। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার দাবিও জানান তিনি। কবি নির্মলেন্দু গুণ ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরষ্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, অমিমাংসিত রমণী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, চৈত্রের ভালোবাসা, ও বন্ধু আমার।

Share.