আইসিএলকাণ্ড: সেই অভিযোগ প্রসঙ্গে যা বললেন আশরাফুল

0

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইগার সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। যদিও ম্যাচ ও স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে সেই তকমাকে কলঙ্কিত করেছেন তিনি।এর জন্য কঠিন শাস্তিও ভোগ করতে হয়েছে তাকে। তবে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি ছাড়াও আরও একটি বিষয় তার ক্রিকেটীয় জীবন বিষিয়ে দিয়েছে। তা হলো ভারতের অনুমোদিত ক্রিকেট লিগ আইসিএলকাণ্ড। আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ, ভারতের আইসিএলে বাংলাদেশের যে বিদ্রোহী দল অংশ নিয়েছিল, সেই দল গড়ার মূল নায়ক ছিলেন তিনি। কিন্তু সেই লিগে অংশ নিয়েছিলেন শাহরিয়ার নাফীস, অলক কাপালি, আফতাব আহমেদ। এতে যোগদান না করে ইংল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন আশরাফুল। তবু বলা হচ্ছে– আশরাফুলই ছিলেন এ ঘটনার নাটের গুরু। দল সাজিয়ে দিয়ে বিপদ দেখে নিজেই সটকে পড়েছিলেন। এত বছর পর এসে নিজের বিরুদ্ধে চলমান সেই অভিযোগের খণ্ডন করলেন আশরাফুল। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে ইউটিউব লাইভে আইসিএলকাণ্ডের বিষয়ে কথা বলেন তিনি। আশরাফুল বলেন, পুরো দল গুছিয়ে আমি পালিয়েছি, এমন অভিযোগ ভিত্তিহীন। ওই দলে অনেক ক্রিকেটারই যোগ দিয়েছিলেন যাদের সঙ্গে আমার এ নিয়ে কোনো কথাই হয়নি। তারা নিজের স্বার্থেই আইসিএলে গিয়েছিলেন। তাদের যুক্ত করার বা রুখে দেয়ার কেউ নই আমি। তা হলে এমন অভিযোগ কেন করা হচ্ছে আশরাফুলের বিরুদ্ধে? সে প্রশ্নের জবাবে বিষয়টি খোলাসা করেন আশরাফুল। তিনি বলেন, কারণ ভারত থেকে প্রস্তাবটা প্রথম আমার কাছেই এসেছিল। সেটিই স্বাভাবিক। আমিই সেই সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলাম। ব্যাপারটি এমন ছিল যে, আমি যদি যাই তা হলে বাংলাদেশের একটি দল আইসিএল খেলতে যাবে। আশরাফুল এর পর বলেন, কিন্তু বাবা, লিপু ভাই আর আমার ওস্তাদ ওয়াহিদ গণি স্যারের নির্দেশে আমি শেষ পর্যন্ত আইসিএলে যোগ দিইনি। তাদের দেয়া ১৫ কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছিলাম। একইভাবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল মাশরাফি। তাকে জিজ্ঞাসা করেছিলাম, দোস্ত তুই যাবি? ও সোজা বলে দেয় না! আমি যাব না।আশরাফুল বলেন, আমি সেই সময় দেশের বাইরে চলে যাই। তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে যে, দল গুছিয়ে দিয়ে বাইরে চলে গেছি।

Share.