আইসিসির হল অব ফেমে জহির আব্বাস-জ্যাক ক্যালিস

0

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমের অন্তর্ভুক্ত হলেন পাকিস্তানের জহির আব্বাস, দক্ষিণ আফ্রিকার জ‌্যাক ক্যালিস এবং অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার লিসা স্টালেকার।  ২০০৯ সালের ২ জানুয়ারি যাত্রা শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হল অব ফেমের। তখন থেকেই প্রতি বছর আইসিসি হল অব ফেম ক্রিকেটের কিংবদন্তিদের সম্মাননা দিয়ে থাকে। প্রতি বছরই একাধিক কিংবদন্তি ক্রিকেটার অন্তর্ভুক্ত হন এই হল অব ফেমে। গেল বছর এই ফল অব ফেমে যুক্ত হয়েছিলেন শচীন টেন্ডুলকার, ক্যাথরিন ফিটজপ্যাট্রিক ও অ্যালান ডোনাল্ড। এ বছর যুক্ত হলেন আরও ৩ সাবেক ক্রিকেটার। এরা হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, পাকিস্তানের জহির আব্বাস এবং অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার লিসা স্টালেকার।চতুর্থ প্রোটিয়া ক্রিকেটার হিসেবে হল অব ফেমে জায়গা পেয়েছেন ক্যালিস। এর আগে ২০০৯ সালে যুক্ত হয়েছিলেন গ্রায়েম পোলক ও ব্যারি রিচার্ডস। ২০১৯ সালে জায়গা পেয়েছিলেন সাদা বিদ্যুৎ খ্যাত অ্যালান ডোনাল্ড। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ১৩ হাজার ২৮৯ রান করেছেন জ্যাক কালিস, একদিনের ক্রিকেটে প্রোটিয়া তারকার সংগ্রহ ১১ হাজার ৫৭৯ রান। এছাড়া দুই ফরমেট মিলিয়ে উইকেট নিয়েছেন ৫০০ এরও বেশি। হল অব ফেমে স্থান পেয়ে গর্বিত জ্যাক ক্যালিস। আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত সম্মানের বলে জানান সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।নারী ও পুরুষ ক্রিকেটার মিলে আইসিসির হল অব ফেমে ২৭তম অজি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন লিসা স্টালেকার। আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া ৬ষ্ঠ পাকিস্তানি ক্রিকেটার জহির আব্বাস। এর আগে এখানে জায়গা পেয়েছিলেন হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসরা।এখনও পর্যন্ত নারী-পুরুষ মিলিয়ে ৯৩ জন ক্রিকেটার আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন।

Share.