বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছুটোছুটি করার নজির নেই: কাদের

0

ঢাকা অফিস: প্রায় ৮ লক্ষ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছুটোছুটি করার নজির নেই বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৮ জুন) বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যেই টাকা দিয়ে তাদের নেতা তারেক রহমান লন্ডনে বিলাসী জীবন যাপন করছেন তার হিসেব মির্জা ফখরুলদের জাতির কাছে দিতে হবে। বাজেট এবং ঋণ খেলাপিদের বিষয়ে অর্থনীতিবিদদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনীতিবিদরাও এখন বিভক্ত। বাজেট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির অর্থনীতিবিদদের কন্ঠেই শোনা যায়। সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ -টিআইবি’র মতো সংগঠনগুলোও বিএনপির সুরে কথা বলে। তবে দেশের অধিকাংশ অর্থনীতিবিদ প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়েছেন বলে দাবি ওবায়দুল কাদেরের।q

Share.