বুধবার, জানুয়ারী ২২

আওয়ামী লীগের ঐক্যের ডাকে যা বললেন হাবিব উন নবী খান সোহেল

0

ঢাকা অফিস: বাংলাদেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে তার দলের প্রস্তুত থাকার কথা বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তবে ক্ষমতায় থাকতে যার দিন শুরুই হতো বিএনপির সমালোচনা করে, সেই হাছান মাহমুদের এমন কথায় মনে গলেনি বিএনপির। দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল জানিয়েছেন, চলমান সংকটের জন্য দায়ী আওয়ামী লীগের সঙ্গে কোনো ঐক্য নয়। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) একটি নিউজ চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির এ নেতা বলেন, বিএনপির গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে যেকোনো আলোচনায় যাওয়ার জন্য প্রস্তুত। তবে যাদের হাত রক্তাক্ত, তাদের সঙ্গে তো আলোচনার পরিবেশ আছে বলে আমি মনে করি না। তিনি আরও বলেন, যারা খুনি, তাদের সঙ্গে বসার মতো পরিবেশ আছে বলে আমি মনে করি না। সবার আগে তাদের বিচার হওয়া উচিত। এর আগে, গত রোববার লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “আমি বিএনপির সাথে অনেক ক্ষেত্রে একমত। এবং বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব।”

Share.