বুধবার, জানুয়ারী ২২

আওয়ামী লীগ নেতাদের বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরাতে ইইউ’র সহযোগিতা চাইলো বিএনপি

0

ঢাকা অফিস: শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরাতে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে বিএনপি। সোমবার (১৯ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের খসরু জানান, বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে ইইউ’র সহযোগিতা চেয়েছে বিএনপি। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সেই আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। বৈঠকে আলোচনা হয়- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬০ হাজার কোটি টাকা ঘুষ নিয়ে বিদেশে পাচারের খবর নিয়েও।

Share.