সৌমিত্র সুমন,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত নির্বাচনী ইশতেহারের প্রতি আস্থা রেখে দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছে। তাই সরকারের একজন মন্ত্রী হিসেবে আমি শপথ নেয়ার পর থেকে ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইশতেহার বাস্তবায়নে সততা ও দক্ষতার সাথে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। আপনারা উপজেলা প্রশাসনের যে যেই দপ্তরে কাজ করেন তারা ইশতেহার দেখে যেটি আপনার দপ্তরের মধ্যে পড়ে সেটি বাস্তবায়নে কাজ শুরু করুন। প্রতিমন্ত্রী শনিবার ২৭ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী মহিব আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান, তাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে সততা ও নিষ্ঠার সাথে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি। যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলাসহ আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে পারি। কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুরুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা নির্ধারিত সময় আপনাদের স্ব স্ব অফিসে এসে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আপনারা জনসেবামূলক কাজের জন্য সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। আমার মন্ত্রণালয় আপনাদের সেবা দেয়ার জন্য সর্বদা প্রস্তুত। নির্বাচনে পক্ষ-বিপক্ষ করা নিয়ে কোন মানুষ ক্ষতিগ্রস্থ হোক সেটা আমি চাইনা। আপনারা যার যার অবস্থান থেকে এখন থেকে স্বাধীনভাবে, নির্দ্বিধায় মানুষের কল্যাণে কাজ করুন। আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমার আমলে সন্ত্রাস, চাঁদাবাজি ও শালিস বাণিজ্য চলবে না। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রতিমন্ত্রীর সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা প্রমূখ। এরপর দুপুরে কলাপাড়া মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে অপর এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এসময় শিক্ষার্থীদের আয়োজনে প্রতিমন্ত্রীর সম্মানে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা। একইদিন বিকেল তিনটায় কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে কুয়াকাটা পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত এক মত বিনিময় সভায় যোগদান শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে কুয়াকাটা ত্যাগ করেন প্রতিমন্ত্রী মহিব। এর আগে ২৫ জানুয়ারি ঢাকা থেকে তিন দিনের এক সরকারি সফরে নিজ জেলা পটুয়াখালীতে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান। তিনদিনের এ সফরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগদেন প্রতিমন্ত্রী।
আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি: মহিব
0
Share.