শুক্রবার, ডিসেম্বর ২৭

আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ আহত

0

ঢাকা অফিস: ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে এতে কমপক্ষে ১৫-২০জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন,মোঃ জনি বাবু (৩০),অনিন্দ্র চৌধুরি (২৩),শিশির (৩৫), রাসেল (৩০),আব্দুল জলিল(৩৮),সোহেল খান(২৮) মোঃ মাহি (২৫), মোঃ ইব্রাহিম, মোঃ আলিফ (৩৫), মোঃ উজ্জল হোসেন (৩০)। শনিবার (৩০ ডিসেম্বর)দুপুর দুইটার দিকে এই ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃমোশারফ হোসেন রাজা জানান,আজ দুপুরের দিকে ঢাকা-১০ নৌকা প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাবার সময় হঠাৎ সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সহযোগীরা লাঠিসোটা ও দেশীও অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় এতে আমাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়।পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিরপুল সেন্টাল রোড এলাকায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা মেডিকেলে ১৫-২০ আহত হয়ে এসেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয় বলেও জানান তিনি।

Share.