সোমবার, ডিসেম্বর ২৩

আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার পরিবেশ তৈরি হয়েছে: ফখরুল

0

ঢাকা অফিস: রাঙ্গা গণতন্ত্রকে অপমান করেছেন, তার ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন। বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটির নেত্রীবৃন্দ। আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দল থেকে কোনো নেতাকর্মী চলে যাচ্ছে না বরং আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার পরিবেশ তৈরি হয়েছে। আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে বলেও মন্তব্য করেন তিনি।

Share.