বুধবার, ডিসেম্বর ২৫

আওয়ামী লীগ বিএনপি কখনও এককভাবে, কখনও যৌথভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে: জি এম কাদের

0

ঢাকা অফিস: জাতীয় পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা ২৭ বছর ক্ষমতার বাইরে। দীর্ঘ সময়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ বিএনপি কখনও এককভাবে, কখনও যৌথভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা কাউকে দোষ দেই না। প্রতিপক্ষ শক্তিশালী হলে হামলার শিকার হতে পারে। আমাদের শক্তি অর্জন করতে হবে। জাতীয় পার্টি জন্ম থেকে আজ পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বুধবার, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। নেতৃত্বের প্রতি অবিচল থাকার আহ্বান জানিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের এই সহোদর বলেন, নিজেদেরকে শক্তিশালী করা হবে আমাদের আগামী দিনের রাজনীতি। জনগণ কি চায় সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে প্রতিবাদ কিংবা দাবীর প্রয়োজন হবে, সেখানে সেভাবে কাজ করবেন। আমরা কেন্দ্রীয়ভাবে সেভাবে কর্মসূী দেবো। সাবেক মন্ত্রী কাদের বলেন, আমরা দেশবাসীর চিন্তা করছি। আমরা যদি সকলে এক থাকি তাহলে সবকিছু অর্জন করা সম্ভব। তবে নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। নবম কাউন্সিলের মধ্য দিয়ে জাতীয় পার্টির নবজাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যে আলোয় উদ্ভাসিত করবো, সেই আলোয় আলোকিত হবে দেশ। বক্তব্যের শুরুতে জিএম কাদের বলেন, মুজিব বর্ষের প্রথম দিন হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিহাস ঐতিহ্য আমাদের শেকড়, এটা ভুলে রগলে চলবে না। তিনি বলেন, মনে রাখতে হবে লিডার ইজ নেভার রঙ, লিডার ইজ অলওয়েজ কারেক্ট। সকলের মতামত নিয়ে কাজ করবো, তবে দেশ ও দলের স্বার্থে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে বলে মন্ত করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের এমপি। অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির জন্ম হয়েছিলো। ১৯৮৪ সালে নির্বাচন দিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব্যারাকে ফিরে যেতে রচয়েছিলেন। কিন্তু সেদিন রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করায় গণতন্ত্রের জন্য জাপার জন্ম। জাপা শুধু গণতন্ত্রের পার্টি নয়, মানু্ষরে ভাগ্য উন্নয়নের পার্টি। আমরা ক্ষমতায় যাবো, যদি আমাদের মধ্য শৃঙ্খলা ও ঐক্য থাকে। আর যদি মানুষের কাছে যেতে পারি। মানুষ পরিবর্তন চায়। দলের মহাসচিব মসিউর রহমান বলেন, আগের দিনে সবকিছু ধুয়ে মুছে, নতুন করে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই। দলকে ক্ষমতায় নিতে চাই। সংগঠন শক্তিশালী না হলে দুই পয়সার দাম নেই আপনার। মনে রাখবেন দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। সভায় জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আমাদের সবাইকে কাধে কাধ মিলিয়ে চলতে হবে। অন্যদের মধ্য আরো বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. সালমা ইসলাম এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, ইসহাক ভূইয়া প্রমুখ।

Share.