আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে: গয়েশ্বর চন্দ্র রায়

0

ঢাকা অফিস: আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের জনসমর্থন বর্তমানে শূন্যের কোটায়। এসময় গয়েশ্বর দাবি করেন, সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে। শুক্রবার (১০ মে) নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে রাখা বক্তব্যে এসব বলেন তিনি। এসময় পাতানো নির্বাচন, ডামি নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সমাবেশে রাখা বক্তব্যে রুহুল কবীর রিজভী আরও বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের থেকে কম মানুষ অংশ নিয়েছে এই উপজেলা নির্বাচনে। অভিযোগ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচন কমিশন নানাভাবে মিথ্যাচার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চেষ্টা করছে।

Share.