বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

আখম হাসান-জাস মান্নাত জুটির নাটক ‘পোস্ট মাস্টার’

0

বিনোদন ডেস্কঃ  ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আখম হাসানের সঙ্গে জুটি বেঁধে আসন্ন ঈদুল আজহার একটি একক নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী এঞ্জেলিনা জাস মান্নাত। নাটকের নাম ‘পোস্ট মাস্টার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মো. খলিলুর রহমান কচি।

এ প্রসঙ্গে জাস মান্নাত বলেন, একজন পোস্ট মাস্টারের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। একবার পোস্ট মাস্টার চিঠি বিলি করতে গিয়ে ইচ্ছে করে ভুল চিঠি দিয়ে দেয়। ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই গল্পটি এগিয়ে যায়। আশা করছি, আমাদের জুটির নাটকটি সবার ভালো লাগবে।

জানা গেছে, আসন্ন ঈদ আয়োজনে ‘পোস্ট মাস্টার’ নাটকটি বেসকারি টেলিভিশন আরটিভিতে প্রচার হবে। এরপর ইউটিউবে মুক্তি পাবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন ম. আ. সালাম, আলিফ চৌধুরী, তমা ইসলাম প্রমুখ।

Share.