বুধবার, জানুয়ারী ২২

আগামীকাল খুলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল, ক্লাস-পরীক্ষা শুরু ২৯ জুন

0

বাংলাদেশ থেকে ইবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদ-উল-আজহার ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খুলছে আগামীকাল সোমবার (২৪ জুন)। এই দিন সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে। এদিকে আগামী মঙ্গলবার (২৫ জুন) থেকে প্রশাশনিক কার্যক্রম চলবে। এছাড়া শনিবার (২৯ জুন) থেকে ক্লাস-পরীক্ষাসমূহ শুরু হবে। এর আগে গত ৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ১০ জুন সকাল ১০টায় আবাসিক হলসমূহ বন্ধ হয়। রেজিস্ট্রার দফতর জানিয়েছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৮-২৬ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ৮-২৪ জুন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৭-২৮ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোদমে চলবে।

Share.