আগামীকাল সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন (ইসি)

0

ঢাকা অফিস:আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আগামীকাল সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। এদিকে, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্থানান্তর হলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে, ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন ব্যবস্থাপনায় সমস্যা হবে উল্লেখ করে ইসির অধীনেই জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এসংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাক্ষর করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন বলে জানা গেছে।

Share.