আগামীতে দেশকে নেতৃত্ব দিবে কারা: তারেক রহমান

0

বাংলাদেশ থেকে নড়াইল প্রতিনিধি: আগামীতে কারা দেশকে নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘মানুষ বিগত দিনের সব অধিকার আদায়ে বিএনপিকে পাশে পেয়েছে। তাই তারা অধিকার আদায়ে বিএনপির দিকে তাকিয়ে আছে।’রোববার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বিগত স্বৈরাচার সরকার দেশের শিক্ষা, চিকিৎসা, পুলিশ, বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশের প্রতিটি মানুষ এই ধ্বংসের ভুক্তভোগী। এখন দেশকে গড়ে তোলার সময় এসেছে। বিএনপির ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে।’সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান। এ সময় বক্তব্য দেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম, খুলনা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সহসভাপতি জুলফিকার আলীসহ স্থানীয় নেতারা।উদ্বোধনী আলোচনায় আমানউল্লাহ আমান ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, ‘আগামীতে অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে সেখানে সমমনা দলগুলো নিয়ে জাতীয় সরকার হবে।

Share.