আগামী তিন দিন বাংলাদেশের তাপমাত্রা থাকবে কেমন !

0

ঢাকা অফিস:দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উষ্ণতার দিকে যাচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের অঞ্চলে। এর ফলে দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। এছাড়া ভোরের দিকে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, দিনের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।আগামীকাল রবিবার সারাদেশে রাত ও দিনের উষ্ণতা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরদিন সোমবারও তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে।দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের শেষ দিকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, যেখানে পারদ নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে।

Share.