আগামী দুই ম্যাচ খেলতে পারবেন না আলভেস

0

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা-লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার জয়ের নায়ক ছিলেন ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। একই ম্যাচেই লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয়েছিলো এই তারকা ফুটবলারকে। সেকারণে লা-লিগায় বার্সেলোনার হয়ে আগামী দুই ম্যাচ খেলতে পারবেন না আলভেস। অ্যাতলেটিকোর বিপক্ষে জমজমাট লড়াইয়ে প্রতিপক্ষের ইয়ান্নিক কারাসকোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন আলভেস। ম্যাচে অবশ্য তিনি একটি গোলের পাশাপাশি অপর একটি গোলে সহায়তাও করেছিলেন। বার্সা ম্যাচ জেতে ৪-২ গোলে। দুই ম্যাচ নিষিদ্ধ হলেও আলভেস আসলে খেলতে পারবেন না অন্তত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে ফিরতে পারবেন ‍তিনি। ইউরোপা লিগে তাকে নিবন্ধন করেনি বার্সেলোনা। ফলে ইউরোপিয়ান প্রতিযোগিতাটিতে নাপোলির বিপক্ষে এ সপ্তাহের ম্যাচ ও ফিরতি লেগে খেলতে পারবেন না তিনি। সব মিলিয়ে আসলে বার্সেলোনাকে আলভেসকে ছাড়া খেলতে হবে চার ম্যাচ। দানি আলভেসের পাশাপাশি নিষেধাজ্ঞা পেয়েছে দলটির সহকারী কোচ অস্কার হার্নান্দেজও। রেফারির বিপক্ষে প্রতিবাদ করায় তাকেও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে বার্সেলোনা। আর ৩৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার নিষেধাজ্ঞার ব্যাপারেও আপিল করবে বলে জানিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি টুইটারে লেখে, ‘অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পাওয়া লাল কার্ডে দানি আলভেসের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করবে বার্সেলোনা।’ স্প্যানিশ লা-লিগার পয়েন্ট টেবিলে এখন জাভির শিষ্যদের অবস্থান চার নম্বরে। ২২ ম্যাচে ১০টি জয় এবং ৮টি ড্রয়ের মাধ্যমে তাদের সংগ্রহে রয়েছে ৩৮ পয়্ন্ট। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের। এছাড়া দুইয়ে সেভিয়া এবং তিনে রয়েছে রিয়াল বেতিস।

Share.