মঙ্গলবার, ডিসেম্বর ২৪

আগামী বছর কোপা আমেরিকা শেষেই অবসরে যাবেন ডি মারিয়া

0

স্পোর্টস ডেস্ক: লাকি ম্যান বলা হয়ে থাকে অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তারকা এই অ্যাটাকিং মিডফিল্ডার জাতীয় দল আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য সব গৌরবময় শিরোপা জিতেছেন। তেমনি ক্লাব ফুটবলেও অর্জনের কমতি নেই। ৩৫ বছর বয়সী তারকা অবশেষে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিতে চলেছেন। আগামী বছরের কোপা আমেরিকা টুর্নামেন্টই হবে আলবিসেলেস্তাদের হয়ে তার শেষ মিশন।  কথা ছিল ২০২২ কাতার বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখবেন ডি মারিয়া। কিন্তু বিশ্বকাপ জয়টাই যেন সমীকরণ বদলে দিয়েছে তার। দেশকে তিন নম্বর বিশ্বকাপ এনে দেয়ার পর আরও কিছুদিন খেলার আগ্রহ প্রকাশ করেন বড় মঞ্চের এই বড় তারকা। সেই থেকে খেলেও চলেছেন। মেসির পরিবর্তে আলবিসেলেস্তাদের অধিনায়কত্বের দায়িত্বও পালন করছেন। তবে বামপ্রান্তে ঝড় তোলা ডি মারিয়ার আর্জেন্টিনা অধ্যায় এবার শেষ হতে চলেছে। নিজেই জানিয়ে দিয়েছেন অবসরের দিনক্ষণ। যে কোপা আমেরিকা জিতিয়ে আর্জেন্টিনার ট্রফিখরা শেষ করেছিলেন, সেই কোপা আমেরিকা থেকেই বিদায় নিতে চান। সব ঠিক থাকলে আগামী বছর কোপা আমেরিকা শেষেই অবসরে যাবেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ডি মারিয়া নিজেই জানিয়েছেন তার অবসরের খবর। ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে তোলা ছবির সঙ্গে ক্যাপশনে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ডি মারিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, কোপা আমেরিকাতেই শেষ বার আর্জেন্টিনার জার্সি পরব। এই কথা বলতে গিয়ে আমার ভেতরে প্রচন্ড কষ্ট হচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমার জীবনের অন্যতম সেরা উপহারকে বিদায় জানানোর এটাই সেরা সময়। আর্জেন্টিনার জার্সি পরিধান করা, এর হয়ে ঘাম ঝরানো এবং সমস্ত অর্জন গর্বের সঙ্গে অনুভব করছি। সমর্থক, পরিবার, বন্ধু, সতীর্থ সবাইকে ধন্যবাদ। তবে আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাবেন বেনফিকার এই তারকা। ইউরোপিয়ান ফুটবল তার যাত্রা শুরু হয়েছিল পর্তুগিজ ক্লাব বেনফিকার হাত ধরে। ক্যারিয়ারের গোধূলিবেলাতেও আছেন এই ক্লাবটির সঙ্গে। যদিও গুঞ্জন আছে, ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াতে চান ডি মারিয়া। ২০০৮ সালে আর্জেন্টিনার জার্সিতে যাত্রা শুরু করেছিলেন ডি মারিয়া। আলবিসেলেস্তাদের হয়ে খেলেছেন ১৩৬ ম্যাচ। গোল করেছেন ২৯টি। বয়সভিত্তিক পর্যায় থেকেই বড় ম্যাচের বড় তারকা হিসেবে খ্যাতি পেয়েছিলেন ডি মারিয়া। ২০০৮ সালে বেজিং অলিম্পিক ফাইনাল, ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনাল, ২০২২ সালের লা ফিনালিসিমা ও ২০২২ সালেই কাতারে ফিফা বিশ্বকাপ ফাইনাল- জাতীয় দলের চার ফাইনালেই গোল করার গৌরবময় কীর্তি গড়েছেন ডি মারিয়া। অর্থাৎ জাতীয় দলের হয়ে জিতেছেন সব শিরোপাই। কোপা আমেরিকা আর বিশ্বকাপ ছাড়াও আছে অলিম্পিক স্বর্ণপদক। ক্ল্যাব পর্যায়েও সমৃদ্ধ ক্যারিয়ার ডি মারিয়ার। বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট-জার্মেইন আর জুভেন্টাসের মত শীর্ষ পর্যায়ের ক্লাবে সময় পার করেছেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

Share.