ঢাকা অফিস: দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের সবধরনের পরীক্ষা। এরপর নতুন সূচিতে পরীক্ষা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, আগামী ১১ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার শুরু করতে চায় বোর্ড। দেওয়া হবে নতুন রুটিন। এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ নিয়ে চতুর্থবারের মতো পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে প্রথম গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সবশেষ তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়।
আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত এইচএসসি পরীক্ষা
0
Share.