শনিবার, নভেম্বর ২৩

আগামী ১১ মে পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে ফ্রান্সে

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে বিস্তার ঠেকাতে বিদ্যমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে ফ্রান্স। গত ১৭ মার্চ শুরু হওয়া মাসব্যাপী লকডাউন আগামী ১৭ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এর মেয়াদ আরও প্রায় এক মাস বাড়ানোর ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১১ মে পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন, দেশে করোনার উপসর্গ রয়েছে এমন সবাইকে আগামী ১১ মে-এর মধ্যে পরীক্ষা করানোর সক্ষমতা ফ্রান্সের রয়েছে। এরপর পর্যায়ক্রমে স্কুল, কলেজ, গির্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তিনি বলেন, ১১ মে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এদিন থেকে ফ্রান্স স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবে। আগামী জুলাইয়ের আগে দেশে বড় ধরনের কোনও অনুষ্ঠান না করারও আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, শুধু ঘরে থাকার নিয়ম মেনে চলার মাধ্যমেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ফ্রান্সে এ পর্যন্ত এক লাখ ৩৭ হাজার ৮৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।

Share.