আগামী ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0

ঢাকা অফিস: আগামী ঈদুল ফিতরের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে। বাস মালিকদের সংগঠন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (৬ মার্চ) এ বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে একযোগে অনলাইন এবং কাউন্টার থেকে। ফলে যাত্রীরা দুটি প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনতে পারবেন। তবে, কিছু পরিবহন কোম্পানি এই বছর শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করবে। সভায় অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে কোনো বাড়তি ভাড়া নেয়া যাবে না। সারা দেশে বাস মালিকদের এই নির্দেশনা দেয়া হয়েছে।

Share.