বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

আগামী ১ ডিসেম্বর স্পেনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলন-কপের ২৫তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী এ উপলক্ষে আগামী ১ ডিসেম্বর ঢাকা থেকে স্পেনের উদ্দেশে রওনা দেবেন। ২ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বুধবার (২৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনে হুমকির সম্মুখীন বাংলাদেশ। এ কারণে সৃষ্ট ঝুঁকির ভয়াবহতা বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত বৈশ্বিক আলোচনা এবং দর কষাকষিতে আমরা অংশগ্রহণ করে যাচ্ছি।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী আগামী ২ ‍ডিসেম্বর ‘জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান’ বিষয়ে সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যে বিষয়গুলোকে গুরুত্ব দেবেন সেগুলো হচ্ছে- লস অ্যান্ড ড্যামেজ, জলবায়ু পরিবর্তনে অর্থায়ন, ওয়ারশো ইন্টারন্যাশনাল মেকানিজমের ম্যান্ডেট আরও শক্তিশালী করা ইত্যাদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইদিনে স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও প্রধানমন্ত্রীর বেঠক করার কথা রয়েছে।

Share.