বুধবার, ডিসেম্বর ২৫

আগামী ২৭ মার্চ আসছে ‘বিশ্বসুন্দরী’

0

বিনোদন ডেস্ক: ‘বিশ্বসুন্দরী’ আসছে আগামী ২৭ মার্চ। এ বছর নারী দিবসে সিয়াম ও পরীমনি জুটির প্রথম এ ছবি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। রুম্মান রশিদ খানের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। শিগগির ছবিটির প্রচারণায় নামবে ‘বিশ্বসুন্দরী’র কলাকুশলীরা। ছবিটির নির্মাতা জানান, ২৭ মার্চ আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে। এই সিদ্ধান্ত জানার পর ভীষণ উত্তেজনা কাজ করছে। জানি না দর্শক ছবিটি কীভাবে নেবেন। ‘বিশ্বসুন্দরী’ দেখে সেন্সর বোর্ডের প্রত্যেক সদস্য ভূয়সী প্রশংসা করেছেন। প্রযোজনা সমন্বয়কারী মইনুল ওয়াজেদ রাজিব বলেন, আমাদের টার্গেট বিশেষ দিবস। ২৬ মার্চ একটি বিশেষ দিবস (স্বাধীনতা দিবস)। পরদিন শুক্রবার ২৭ মার্চ। এদিনেই ‘বিশ্বসুন্দরী’ মহাসমারোহে মুক্তি দিচ্ছি। বিষয়টি পুরোপুরি চূড়ান্ত। শিগগির প্রচারণায় নামবে টিম ‘বিশ্বসুন্দরী’। সিয়াম-পরীমনি ছাড়াও ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মডেল হীরা, মনিরা মিঠু প্রমুখ।

Share.