মঙ্গলবার, ডিসেম্বর ২৪

আগামী ৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ

0

স্পোর্টস ডেস্ক: আগামী ৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজ সোমবার (১৬ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিষয়টি জানিয়েছেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। ক্রীড়া মন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের ৪৪টির বেশি ইভেন্ট ছিল। করোনাভাইরাস সংক্রমণরোধে সবগুলো স্থগিত করা হয়েছে। জাহিদ আহসান রাসেল বলেন, এরই মধ্যে বাংলাদেশ গেমস, বিসিবির কনসার্ট, এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ, ইউরোপিয়ান ক্লাবের প্রীতি ম্যাচ সব কিছু স্থগিত করা হয়েছে। তিনি বলেন, আগামী জুন পর্যন্ত সব ধরণের আন্তর্জাতিক ইভেন্ট বন্ধ থাকবে। আগামী মে মাসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

Share.